২০১৫ সালে নিজে বিশ্বের দ্রুততম মানব হয়েছিলেন উসাইন বোল্ট। ৯ বছর পর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামের দর্শক গ্যালারি থেকে স্বদেশী একজনকে বিশ্বসেরা হতে দেখলেন ইতিহাস সেরা এই অ্যাথলিট। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বিশ্ব অ্যাথলেটক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন জ্যামাইকার ওবলিক সেভিল। দ্বিতীয়ও হয়েছেন আরেক জ্যামাইকান- কিশান টমসন। ওবলিক সময় নিয়েছেন...