
ঢাকা: শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ইউক্রেন ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার ওপর ব্যাপক হামলা চালায়। রুশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আক্রমণের সময় উত্তর-পশ্চিমাঞ্চলের কিরিশি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার সব ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া চারটি গাইডেড বোমা ও যুক্তরাষ্ট্র নির্মিত একটি হিমার্স ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে। হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ড্রোন অভিযান হিসেবে বিবেচিত হবে, যা ইউক্রেনের রণনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, কিরিশি এলাকায় তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।ইউক্রেনের ড্রোন কমান্ড নিশ্চিত করেছে যে তারা...