অপার হয়ে বসে থাকার পর ফরিদা পারভীনকে পারে লয়ে গেলেন দয়াময়। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে অবশেষে ‘পারে’ পাড়ি জমালেন এই বরেণ্য সঙ্গীতশিল্পী। অসংখ্য ভক্ত, অনুরাগী ও গুণগ্রাহী অশ্রুসজল চোখে, ভাঙা হৃদয়ে বিদায় জানিয়েছে তাকে। বড় বেশি অসময়ে ঘটল তার প্রয়াণ, যখন একটা বদ হাওয়া লেগেছে খাঁচায়। বদ হাওয়াটা ছিল অনেক দিন ধরেই, হালে এটা ঝড়ো হাওয়ায় পরিণত হয়েছে, বাউলের গান গাওয়াকে অপরাধ বলে প্রতিপন্ন করা হচ্ছে, বাউলদের আখড়া ভাঙা হচ্ছে মহোৎসব করে। আমরা বেদনার্ত হচ্ছি, তখন তার এই বিদায়ে লালনের গানের সঙ্গে মিলিয়ে মনে পড়ছে-‘একটা বদ হাওয়া লেগে খাঁচায়,/ পাখি কখন জানি উড়ে যায়…।’ ফরিদা পারভীনের গানের সঙ্গে আমার পরিচয় চলতি শতাব্দীর শুরুর দিকে। আমি তখন মাধ্যমিকের ছাত্র। তখন পর্যন্ত গান শোনার প্রধান উৎস ছিল মামার কিনে দেওয়া থ্রি ব্যান্ডের...