চট্টগ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক সমাবেশ প্রতিহত করতে গিয়ে নিজের গুলিতে নিজের চোখ হারানো সন্ত্রাসী খোরশেদ আলম প্রকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ও জেলার বাঁশখালি থানায় অর্ধ ডজনের বেশি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।রোবিবার (১৪ সেপ্টম্বর) দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নগর ছাত্রদলের তৎকালীন সভাপতি আবু সুফিয়ান বলেন, ১৯৯৬ সালে কাজির দেউড়িস্থ আউটার স্টেডিয়ামে বেগম জিয়ার সমাবেশ ছিল। সেই সমাবেশে যোগ দিতে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। এমইএস কলেজ, নন্দকানন, আন্দরকিল্লায় মিছিলে গুলি করা হয়েছিল।গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষিকাসহ আমাদের ৪ জন নেতাকর্মী মারা যান। খোরশেদের নেতৃত্বে আন্দরকিল্লা...