চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ২৬ জন চাকসু এবং দুইজন হল সংসদের মনোনয়নপত্র নিয়েছেন। রোববার বিকেলে চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রথম দিনে আশাতীত মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তিনি বলেন, “আমরা ভালো একটা নির্বাচনি আমেজ দেখতে পাচ্ছি।” প্রধান নির্বাচন কমিশনার জানান, মনোনয়নপত্র নেওয়ার সময় পদের বিষয়টি উল্লেখ করতে হয় না। ফরম জমা দেওয়ার পর বলা যাবে কারা কোন পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। এদিন ক্রীড়া সম্পাদক পদে শাহজালাল হলের শিক্ষার্থী তায়েবুল আলম ফরাজী প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র বিতরণ ও জমাদান চলবে...