পাকিস্তান দলের শক্তি নিয়ে আলোচনা করার সময় মোহাম্মদ নাওয়াজকে বিশ্বের সেরা স্পিনার বলেন মাইক হেসন, যা ‘পাগলের প্রলাপ’ মনে করছেন সৌরভ গাঙ্গুলি। পাকিস্তান কোচের মাথা যে খারাপ হয়ে যায়নি সেটা প্রমাণ করার জন্য নাওয়াজকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। এশিয়া কাপ অভিযান শুরুর আগের দিন গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের নানা দিক নিয়ে কথা বলেন হেসন। নাওয়াজের ধারাবাহিক পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করে তখন তিনি বলেন, “এই মুহূর্তে সে বিশ্বের সেরা স্পিনার। দলের ফেরার পর থেকে সে একইরকম খেলছে।” লম্বা একটা সময় টি-টোয়েন্টি দলের বাইরে থাকার পর গত জুলাইয়ে বাংলাদেশ সফর দিয়ে ফেরেন নাওয়াজ। এরপর থেকে বাঁহাতি স্পিনে দারুণ সব পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিং উপহার দেন নাওয়াজ এই সময়েই। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে স্রেফ ৬৬...