তৃণমূল পর্যায়ে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিআরডিবি’র মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব সরদার মো. কেরামত আলী। জাইকা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তাকেশি ইকেদা। সভায় জাইকার প্রতিনিধি মি. ইকেদা জানান, সম্প্রতি একটি প্রতিনিধি দল গাইবান্ধায় বিআরডিবি বাস্তবায়িত ‘সমন্বিত দারিদ্র্য দূরীকরণ প্রকল্প’ এবং One Palli One Product (OPOP) কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছে। তিনি গাইবান্ধার চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং এ উদ্যোগ সম্প্রসারণে জাপানি ভলান্টিয়ার পাঠানোর প্রস্তাব দেন। মহাপরিচালক সরদার মো. কেরামত আলী ভলান্টিয়ার প্রেরণের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, জাপানের বিখ্যাত One Village One Product (OVOP) অভিজ্ঞতার আলোকে...