গত এক বছরে (২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর) তার নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো—শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতাসার্টিফিকেট জালিয়াতি ও আর্থিক অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, নকলমুক্ত পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ এবং ই-টেন্ডারিং প্রবর্তনের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। স্থগিত গৃহঋণ পুনর্বহাল ও বাস্তবায়ন পদক্ষেপ শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে।অবকাঠামো ও আঞ্চলিক সম্প্রসারণপাইকগাছা ও শরণখোলা স্থবির উপ-আঞ্চলিক কেন্দ্র সচলকরণ, মেহেরপুরে জমি প্রাপ্তি, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও যশোর আঞ্চলিক কেন্দ্রের অসমাপ্ত কাজ সমাপ্ত হয়েছে। এ ছাড়া ১২টি উপ-আঞ্চলিক কেন্দ্রের জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান।যুব উন্নয়ন ও কর্মসংস্থানEARN Project-এর মাধ্যমে এক লক্ষ NEET যুবকের কর্মসংস্থান সহায়তা, HEAT Project-এ শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, Blended TVET বাস্তবায়ন এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় SSC (কারিগরি) প্রোগ্রাম চালু হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)...