এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো ভারত-পাকিস্তান ম্যাচ। রোমাঞ্চকর এই ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচের আগে একটি করে ম্যাচ খেলে জয় পেয়ে ফুরফুরে মেজাজেই আছে ভারত-পাকিস্তান। আজ চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে যারা জিতবে তাদের সুপার ফোরে খেলা নিশ্চিত হয়ে যাবে। তবে যারা হেরে যাবে তাদের আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই ম্যাচে হেরে গেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। মাঠে ও মাঠের বাইরের লড়াইয়ে ভারতের তুলনায় পাকিস্তান অনেকটাই পিছিয়ে। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বলেছেন, ‘আমাদের দলে দুর্দান্ত সব ক্রিকেটার রয়েছে। তারা ভালো পারফরম্যান্স তুলে ধরেছে ইতিমধ্যেই। ভারতকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়াটা খুবই কঠিন ব্যাপার। আমাদের দলে অভিজ্ঞতাও প্রচুর।’ পাকিস্তান দল নিয়ে আজহার উদ্দিন বলেন, ‘পাকিস্তান দলে ভাল প্লেয়ারের সংখ্যা খুবই কম। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে ওরা...