বাংলাদেশের শিক্ষার্থীদের কাছ থেকে কমনওয়েলথ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে। এ বৃত্তির আওতায় যুক্তরাজ্যে এমএস ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ মিলবে। ২০২৬ সালের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। একনজরে এই বৃত্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। এক বছরের মাস্টার্স অথবা তিন বছর মেয়াদি পিএইচডির জন্য আবেদন করা যাবে। ছয়টি থিমে মাস্টার্স বা পিএইচডির আবেদন গ্রহণ করা হচ্ছে। যেমন উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যব্যবস্থা ও সক্ষমতা জোরদার;...