নেতানিয়াহুর এই পদক্ষেপ শুধু নতুন সংকটই তৈরি করছে না, বরং গত কয়েক দশক ধরে টিকে থাকা দুই-রাষ্ট্র সমাধানের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনই শান্তির একমাত্র পথ। তাদের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সতর্ক করেছেন, নেতানিয়াহুর নীতি পুরো অঞ্চলকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যে ১৪৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার মতো দেশগুলো এখনও দ্বিধায় রয়েছে।অন্যদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি এক ঘোষণায় ১৪২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছে। মাত্র ১০টি দেশ এর বিরোধিতা করেছে। এ প্রস্তাবে হামাসের হামলার নিন্দার পাশাপাশি গাজায় ইসরায়েলের বেসামরিক স্থাপনায় আক্রমণ ও অবরোধকেও নিন্দা জানানো হয়েছে। এটি প্রমাণ করে যে বিশ্বজনমত ক্রমেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ঝুঁকছে, যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো শক্তভাবে বিরোধিতা করছে।এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে...