প্রায় এক সপ্তাহ আগে কাতারের রাজধানী দোহায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। হামলায় ছয়জন নিহত হন, যাদের মধ্যে একজন কাতারি নিরাপত্তাকর্মীও ছিলেন। ইসরায়েল দাবি করে, এ হামলার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নির্মূল করা। কিন্তু ঘটনাটি উল্টো আরব ও মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করে তুলেছে। এখন সেই ক্ষোভকে কেন্দ্র করেই দোহায় একত্র হচ্ছেন মুসলিম ও আরব দেশগুলোর শীর্ষ নেতারা।হামলার দিনই দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা। প্রস্তাব অনুসারে, দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে বন্দি বিনিময়ের উদ্যোগ নেওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল ওই বৈঠক চলাকালেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জানায়, তারা ট্রাম্পের প্রস্তাবে রাজি হলেও ফিলিস্তিনি নেতৃত্বকে হত্যা করতে না পারায় আফসোস করছে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে দোহায় ইসরায়েলি হামলার নিন্দা জানায়। এর পরপরই কাতার...