জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জটিল পর্যায়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না, যা দুদিন পর টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে।” রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ মনে করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। তিনি বলেন, “সংস্কার, বিচার ও নির্বাচন—এগুলো একে অপরের সঙ্গে শর্তসাপেক্ষ নয়। সংস্কার চলমান প্রক্রিয়া, বিচারও সময়সীমায় বাঁধা যাবে না, তাতে অবিচার হবে। কিন্তু নির্বাচন অবশ্যই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে হবে।” তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখা এবং তা শক্তিতে রূপান্তরিত করতে...