আল্লাহ’র উপর ভর করে চলছে যশোর সেন্ট্রাল হাসপাতাল। খোদ জেলা শহরের প্রাণকেন্দ্রে অবৈধ এই হাসপাতাল চললেও যেন দেখার কেউ নেই। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উদাসনিাতার কারণে এভাবে চলছে অবৈধ হাসপাতালটি। প্যাথলজিষ্ট ছাড়াই চলছে পরীক্ষা-নিরীক্ষার মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা। এতে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে যে ব্যক্তি প্যাথলজিষ্টের দায়িত্ব পালন করছেন এবং রোগীদের হাতে রিপোর্ট তুলে দিচ্ছেন, তার এ বিষয়ে কোনো স্বীকৃত সার্টিফিকেট নেই। এমনকি হাসপাতালের নিয়োগপত্র ও যোগদানপত্র পর্যালোচনায়ও বিষয়টির সত্যতা নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার রিপোর্ট প্রদান করতে হলে সনদপ্রাপ্ত ও নিবন্ধিত প্যাথলজিষ্ট থাকা বাধ্যতামূলক। কিন্তু সেন্ট্রাল হাসপাতালে এই নীতিমালা মানা হচ্ছে না।চিকিৎসকরা বলছেন, পরীক্ষার সঠিক রিপোর্টের ওপর নির্ভর করেই চিকিৎসা সঠিকভাবে দেওয়া সম্ভব। অযোগ্য ব্যক্তির দেওয়া ভুল রিপোর্টের...