আলো-আঁধারির ভেতর ঝলমল করে উঠল এক নতুন সাজ। গহনাগুলো যেন দীঘির সৌন্দর্যের সঙ্গে মিশে তৈরি করেছে উৎসবের এক বিশেষ আবহ। দুর্গাপূজা সামনে রেখে আয়োজিত এশিয়ান জুয়েলসের বিশেষ ফটোশুটে অংশ নিয়ে ভিন্ন আঙ্গিকে ধরা দিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে দীঘির সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান মডেল জিলানী ও রাতুল। লেন্সের পেছনে ছিলেন ফটোগ্রাফার বুলবুল আহমেদের টিম। লাল, সাদা, সোনালি আভায় গড়া গহনায় দীঘিকে দেখা গেছে অনন্য আবেদনময়ী রূপে।আরো পড়ুন:শাকিব খানকে নিয়েও ট্রল হয়: দীঘিচিত্রনায়িকা দীঘির মাসে ইনকাম কত জানেন? শুটিং শেষে দীঘি বললেন, “বিভিন্ন সাজে নিজেকে দেখতে সত্যিই অন্যরকম লাগে। পূজার ফটোশুটের অভিজ্ঞতা দারুণ। এশিয়ান জুয়েলস বাই তাসনুভা খানের প্রতিটি গহনাই আলাদা বৈশিষ্ট্যের, সবগুলোই ইউনিক।” শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা দীঘি এখন পূর্ণাঙ্গ নায়িকা। বড় পর্দায় অভিষেক...