ঢাকা : টাঙ্গাইলে শুটিং ইউনিট বহনকারী পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত লাইটম্যান রবিনের শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে। গত ৮ সেপ্টেম্বর ঢাকার পঙ্গু হাসপাতালে তার বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, ইনফেকশন বেড়ে যাওয়ায় তার কাটা হাতের অংশে ১৬ সেপ্টেম্বর নতুন করে অপারেশন করা হবে। পরিস্থিতি জটিল হলে হাতের অবশিষ্ট অংশের পাশাপাশি তার বাম পাটিও কেটে ফেলতে হতে পারে।ফিল্ম অ্যান্ড মিডিয়া লাইটম্যান সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহরিয়ার ফেসবুক পোস্টে জানান, রবিন বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ইনফেকশন শরীরের ভেতরে ছড়িয়ে পড়লে আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।ইব্রাহিম শাহরিয়ার বলেন, ‘কামরুজ্জামান স্যার রবিনের কাটা হাতের বাকি অংশ পুনরায় অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হয়তো অবশিষ্ট হাতটুকু কেটে ফেলতে...