প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন সবচেয়ে আলোচিত বিষয়। ক্লাউড নির্ভরতা ছাড়াই লোকালভাবে এআই মডেল ট্রেনিং করার সুবিধা দিতে বাজারে এসেছে ‘গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’। এই ডেস্কটপ পিসি বিশেষভাবে বানানো হয়েছে গবেষণা, স্টার্টআপ, ছোট ব্যবসা ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোর জন্য। নতুন এই পিসি নিয়ে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, এ ধরনের শক্তিশালী এআই পিসি দেশে গবেষণা, শিক্ষা ও সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে বিপ্লব ঘটাতে পারে। লোকাল ডেটা প্রসেসিং হওয়ায় ডেটা সিকিউরিটি ও প্রাইভেসি নিশ্চিত হবে। এই পিসির অন্যতম আকর্ষণীয় দিক হলো গিগাবাইট এআই টপ ইউটিলিটি সফটওয়্যার। এর মাধ্যমে প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এআই মডেল ফাইন-টিউন করা যায় ও রিয়েল-টাইম মনিটরিং সুবিধা পাওয়া যায়। এটি ৭০টির বেশি ওপেনসোর্স এলএলএম মডেল সাপোর্ট করে। এটিতে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৮৫কে প্রসেসর...