নিজস্ব প্রতিবেদক: ১৯৭৮ থেকে ২০০০ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রশিবিরের ওপর চলমান নির্যাতনের চিত্র তুলে ধরেছে একজন শিক্ষার্থী আলী জাকি শাহরিয়ার। তিনি এক ফেসবুক পোস্টে সেই সময়ে ছাত্রশিবিরের কর্মীদের ওপর সংঘটিত নির্যাতনের ১৭টি বিশেষ ঘটনা বা ফেরিস্তি তুলে ধরেছেন। উল্লেখ করেছেন, কঠিন পরিস্থিতিতে যেখানে নামাজ পড়ার জন্য আলাদা জায়গা নেই, সেখানে ওয়াশরুমে নামাজ পড়া শারীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ। ১৯৭৮ সাল থেকে শুরু করে প্রায় দুই দশক ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সদস্যরা ছাত্রদলসহ বামপন্থী সন্ত্রাসীদের নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। শিবির কর্মীদের ওপর ধারাবাহিক হামলা, মারধর, অপহরণ, গুম, হত্যাকাণ্ড এবং নানা ধরনের অত্যাচার চালানো হয়েছে। ১৭টি নির্দিষ্ট ঘটনার মাধ্যমে এই নির্যাতনের কাহিনী তুলে ধরা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ছাত্রশিবিরকে লক্ষ্য করে বিভিন্ন ধরণের হয়রানি শুরু হয়। ১৯৮১ সালে মিলাদুন্নবীর আলোচনাসভায় ছাত্রদল ও...