গত বছরের ৫ আগস্টের পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ কবে দেশে ফিরবেন দলটির শীর্ষ নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার অন্যতম ঘনিষ্ঠ বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন শিগগিরই দেশে ফিরবেন তিনি। রবিবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ২ ঘণ্টার বৈঠক শেষে তিনি এ কথা জানান। লুৎফুজ্জামান বাবর বলেন, ‘তারেক রহমান শিগগিরই ফিরবেন, তার ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলমের কর্ণধারের বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে, এটাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক কিছু বিষয়ে আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে সরকারের প্রচেষ্টার কমতি নেই। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা...