রোমান্স–ড্রামা ফিকশন, ওয়েব ফিল্ম, মিউজিক্যাল সিনেমা থেকে শুরু করে দক্ষিণ ভারতের মহাতারকা রজনীকান্তের সিনেমা দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। চরকিতে এসেছে রোমান্স–ড্রামা ফিকশন ‘খুব কাছেরই কেউ’ এবং মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’। দুটিতেই থাকছে নতুন প্রজন্মের গল্প, প্রেম, সম্পর্ক আর আবেগের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। আইস্ক্রিনে দেখা যাচ্ছে ওয়েব ফিল্ম ‘নয়া নোট’। প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে রজনীকান্তের নতুন সিনেমা ‘কুলি’। চলতি সপ্তাহের ওটিটির এসবের খবর তুলে ধরেছে গ্লিটজ। চরকিতে চলছে ‘খুব কাছেরই কেউ'। আরাফাত মোহসীন নিধির নির্মাণে এতে অভিনয় করেছেন এফ এস নাঈম ও সুনেরাহ বিনতে কামাল। 'খুব কাছেরই কেউ' কনটেন্টটির চিত্রনাট্যে দেখা গেছে, দুইজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প। যারা বিয়ের দিকে আগাচ্ছে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই ফিকশনের কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পায়েল, মাহেরা...