নোয়াহ লাইলস নন, কিশানে টম্পসন নন, টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন জ্যামাইকার অবলিক সেভিল। ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে উসাইন বোল্টের জ্যামাইকার এই স্প্রিন্টার। রুপা জিতেছে একই দেশের কিশানে টম্পসন, সময় নিয়েছেন ৯.৮২ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস হয়েছেন তৃতীয়। ২০১৬ রিও অলিম্পিকে উসাইন বোল্টের সোনা জয়েরর পর প্রথমবারের মতো আবারও বিশ্ব শিরোপা জিতলেন এক জামাইকান স্প্রিন্টার। আর টোকিওর গ্যালারিতে বসে সেই ঐতিহাসিক মুহূর্ত চোখ ভরে দেখলেন বোল্ট নিজেই। সেভিলের জয়ের পর খুশিদে রীতিমতো লাফিয়েছেন সর্বকালের দ্রুততম মানব। ১১ বার বিশ্বচ্যাম্পিয়ন বোল্ট বাজি ধরেছিলেন ১০০ মিটারে জামাইকানদের ‘ওয়ান-টু’ হবে। অলিম্পিক চ্যাম্পিয়ন লাইলসকে হারিয়ে টম্পসন ও সেভিল জয়ী হবেন—এমনটাই বলেছিলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর ভবিষ্যদ্বাণী মিলে গেল দারুণভাবে—ফর্ম ও কৌশল বোঝার কৃতিত্বে।...