আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দায়িত্ব নিয়ে গত সপ্তাহে জেন-জিদের বিক্ষোভে সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন তিনি। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, শুক্রবার দায়িত্ব পাওয়ার পর আজ রোববার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সুশীলা। দায়িত্ব নেওয়ার পর তিনি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তার ঘোষণা করেন। একই সঙ্গে নেপালে নির্বাচনের প্রতিশ্রুতি দেন। নির্বাচন আয়োজন তাঁর সরকারের রোডম্যাপের অংশ বলে জানান সুশীলা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম বক্তব্যে সুশীলা কার্কি বলেন, ‘এসব অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করে সত্য প্রকাশ করতে হবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।’ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে যে পরিবর্তন এসেছে, তা আমি আগে কখনো দেখিনি। এ প্রজন্মের দাবি পূরণে আমাদের দৃঢ় সংকল্পে কাজ করতে হবে।...