সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’। ২০০৭ সালে নাটকটি প্রচারে আসার পরই তুমুল জনপ্রিয়তা পায়। সেই ৪২০’র ডাবল-আপ ‘৮৪০’। গত বছর ডিসেম্বরে সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এরপর তা ৮ পর্বের সিরিজ আকারে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতেও প্রচারিত হয়। এবার ওয়েব সিরিজ হিসেবে ৮৪০ উন্মুক্ত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। রোববার (১৪ সেপ্টেম্বর) সিরিজটির একটি পোস্টার শেয়ার করে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন জানিয়েছে, আগামীকাল বিকেল ৩টায় এটি তাদের পর্দায় দেখা যাবে। ক্যাপশনে প্ল্যাটফর্মটি লেখে, ‘নাসির উদ্দিন খান মানেই রহস্যঘেরা জাল! আইস্ক্রিন প্রেজেন্সেস ওয়েব সিরিজ ৮৪০ আসছে আগামী ১৫ই সেপ্টেম্বর বিকেল ৩টায় আইস্ক্রিনে।’ সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। অন্যান্য ভূমিকায় রয়েছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম...