১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম দোহায় ইসরায়েলি হামলা থেকে হামাসের শীর্ষ নেতারা বেঁচে যাওয়ার নেপথ্যে চাঞ্জল্যকর নতুন তথ্য জানিয়েছে হামাস। শেষ মুহূর্তে নিজেদের কাছে থাকা ফোন ফেলে দেওয়ার সিদ্ধান্তে, কীভাবে ইসরায়েলি হামলা থেকে শীর্ষ নেতারা রক্ষা পেয়েছেন তা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এই তথ্য জানিয়েছে হামাস। হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার গাজার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার সময় ইসরায়েলি সেনাবাহিনী হামাসের আলোচকদের ওপর হামলা চালায়। হামাস জানিয়েছে, তাদের শীর্ষ আলোচক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাণে বেঁচে গেছেন, তবে আরও পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন। ‘‘হামাস আমাদের যা জানিয়েছে, সেই অনুযায়ী বৈঠকটি সেই নির্দিষ্ট স্থানে হওয়ার কথা ছিল," লেবানিজ সাংবাদিক নাদা আন্দ্রাওসকে...