চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ -এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এবার কেন্দ্রীয় সংসদের প্রতিটি মনোনয়ন ফরমের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই নির্বাচনী হাওয়ায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। প্রথম দিনে মোট ২৮ প্রার্থী মনোনয়ন তুলেছেন। কেন্দ্রীয় সংসদে মোট ২৬ জন এবং হল সংসদের ছাত্রী হলে ০১ জন ও ছাত্র হলে ০১ জন।এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদের জন্য মোট ০৭ জন, জিএস পদে ০২ জন, এজিএস পদে ০২ জনসহ অন্য পদগুলোতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন...