নতুন এক উদ্যোগ নিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই, যেটি কোনো চ্যাটবট নয়, বরং এটি বদলে দিতে পারে বিজ্ঞানের কাজের ধারা। বর্তমানে ‘ওপেনএআই ফর সায়েন্স’ নামে নতুন এক উদ্যোগের মাধ্যমে বিজ্ঞান গবেষণায় ‘নতুন যুগের সূচনা’ করেছে ওপেনএআই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ উদ্যোগটি সম্পর্কে লিখেছেন ওপেনএআইয়ের প্রধান পণ্য কর্মকর্তা কেভিন ওয়েইল। এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে ‘নতুন, অসাধারণ বৈজ্ঞানিক উপকরণ’ তৈরি করা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ব্যবহার করে পদার্থবিজ্ঞান থেকে শুরু করে জীববিজ্ঞান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আবিষ্কারের গতি বাড়াতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টমস গাইড। সংক্ষিপ্ত ওই এক্স পোস্টে ওয়েইল লিখেছেন, কোম্পানিটি এখন কেবল ব্যবহারকারীদের জন্য চ্যাটবট বানিয়েই থেমে থাকতে চাইছে না, বরং সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি অ্যাপ্লিকেশনের বাইরে গিয়ে, মূল ও মৌলিক বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা প্রয়োগ...