চব্বিশের জুলাই অভ্যুত্থান এ জাতিকে ‘নতুন করে জন্ম দেওয়ার’ যে সুযোগ এনে দিয়েছে, মতভিন্নতার কারণে তা যেন হারাতে না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোকে একমত হয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “এই একমাত্র সুযোগ। আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে। এটা থেকে বিচ্যুত হবার উপায় নেই । সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব, একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখব না।” জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ খুঁজতে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিয়ে এ আহ্বান জানান সরকারপ্রধান। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সামনে রেখে ইউনূস বলেন, “আমার একান্ত আবেদন, যখনই আপনারা এই সনদ করবেন, কোলাকুলি করে, যে হ্যাঁ, ‘আমরা একমত হয়ে গেছি’। তাহলে...