চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ২৬ জন চাকসু এবং দুইজন হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিয়েছেন। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রথম দিনে ‘আশাতীত’ মনোনয়নপত্র বিক্রি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, “মনোনয়নপত্র নেওয়ার সময় পদের বিষয়টি উল্লেখ করতে হয় না। ফরম জমা দেওয়ার পর বলা যাবে কারা কোন পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন।” এদিন চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকসুর ২৬ পদে এবং হলের ১৫ পদে...