পূর্ব ভারতের প্রাণকেন্দ্র কলকাতা রাতের বেলায় যেন রূপ নেয় এক অন্যরকম শহরে। পুরোনো ঔপনিবেশিক ভবনগুলো, রাজবাড়ি, মন্দির, গির্জা আর বাজার—সবই এখন আলোর ছোঁয়ায় জেগে উঠছে নতুন প্রাণে। এই দৃশ্য দেখে অনেকেই বলছেন, কলকাতা রাতের বেলায় যেন প্যারিসের মতো ঝলমল করে। এই পরিবর্তনের পেছনে রয়েছে কলকাতা ইলুমিনেশন প্রজেক্ট, যা পরিচালিত হচ্ছে একেবারেই নাগরিক উদ্যোগে। প্রকল্পটি চালাচ্ছেন ব্যবসায়ী ও কলকাতা প্রেমিক মুদার পাঠেরিয়া, যিনি একদল বন্ধু ও পরিচিতজনদের অনুদানে এই কাজ শুরু করেছিলেন। তিনি বলেন, এটা কোনো সংস্থা নয়—না আছে কোনো সভাপতি, না কমিটি। আমরা শুধু একটিমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ। কিন্তু আমাদের লক্ষ্য বড়। প্রকল্পের শুরুটা হয়েছিল একটি পুরোনো মার্কেট ভবনের গম্বুজে রং করার ইচ্ছা থেকে। পরে দেখা যায়, দিনের আলোয় সেই সৌন্দর্য দেখা গেলেও রাতে তা হারিয়ে যায়। এরপরই সিদ্ধান্ত হয় আলোকসজ্জার,...