সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, র্যাবের অভিযানে আসামী সজিব ও হত্যাকাণ্ডে ব্যবহৃত উদ্ধার হওয়া আলামতগুলো শনিবার বিকালে আমাদের নিকট হস্তান্তর করেছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। কুমিল্লায় চাকরির প্রলোভনে নেয়া ১০ লাখ টাকা আত্মসাৎ করতেই আমিনুল ইসলাম (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যার পর মহাসড়কের পাশে মরদেহ বালু চাপা দেয়া হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়েরের পর র্যাব ঘটনার রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেপ্তারে নামে। গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে র্যাব-১১ এর একটি দল কুমিল্লার চান্দিনা থানার এতবারপুর এলাকা থেকে এ ঘটনায় জড়িত সজিব নামে একজনকে গ্রেপ্তার করা...