বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা যুক্ত করা হয়েছে। রোববার,(১৪ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সেবার উদ্বোধন করা হয়। নতুন সংযুক্ত হওয়া সেবাগুলো হলো- ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল, আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। এই সংযোজনের ফলে বিডার ওএসএস প্ল্যাটফর্মে মোট সেবা সংখ্যা দাঁড়ালো ১৪২টিতে এবং অংশগ্রহণকারী সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়ালে ৪৭টিতে। বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা চালু রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে...