এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই আজ। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং মনে করেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারবে না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামছে। যোগরাজ বলছেন, ‘পাকিস্তান কী করবে? ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এঁটে উঠতে পারবে না। আইপিএলের আবির্ভাবের পর থেকে ভারতীয় প্লেয়াররা সব দিক থেকেই ফুলে ফেঁপে উঠেছে। ওরা টাকা পাচ্ছে। অর্থ রয়েছে আইপিএলে। এটা ভাল দিক। অর্থ থাকাটা জরুরি। খেলোয়াড়দের অর্থ পাওয়াটা জরুরি। যেখানে অর্থ, সেখানে উন্নতি। সেখানে সমৃদ্ধি।’ যোগরাজ আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তুলনাই হয় না। এটা সম্ভবই নয়। ওরা কাদায় খেলে। আর আমরা আকাশে। জমিন-আসমান পার্থক্য। দুটো কখনওই এসে মিশবে না।'’ এদিকে ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবা উল হক বলেছেন, ‘শুরুতেই ভারত যদি দুটো উইকেট হারায়, তাহলে পাকিস্তানের...