পিরোজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন হয়েছে। রোববার বিকেল ৩টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও বিএনপি নেতা সাইদুল ইসলাম কিসমত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হুসাইন আহমাদ। সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মো....