ঢাকা:পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনা ও একটি বিশেষ শিল্পগোষ্ঠীর বৈঠকের বিষয়ে উদ্বিগ্নের কথা উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বলেছেন, তারা বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য এ বৈঠক করেছে। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সবাই দোয়া করবেন তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলেন কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি৷ সাড়ে ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে৷ সেই টিমের মধ্য আমিও একজন৷ আমার সঙ্গে সিনিয়র...