ঢাকা : গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান,সাতপাকে বাঁধা পড়তে চান তারা।বিয়ে ও বিয়ের প্রস্তুতি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মধুমিতা সরকার। এ অভিনেত্রী বলেন, “আমি বিয়ের তারিখটা এখনই জানাতে চাইছি না। এটা একটু আড়ালে রাখতে চাইছি। কিন্তু খুব শিগগির আমার বিয়ে।”বিয়ের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা স্মরণ করে মধুমিতা সরকার বলেন, “তবে কোনো শপিং বা কিছু এখনও শুরু হয়নি। এগুলো পূজায় পর শুরু করব। যেভাবে পুরোটা পরিকল্পনা করা হয়ছে, তাতে আশা করি পূজার পর এক-দেড় মাসের মধ্যে পুরো প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। তবে ভেন্যু ঠিক করা আছে।”বিয়ের দিন-তারিখ নিয়ে...