বেসরকারি ট্রাস্ট ব্যাংকের এটিএম ও ডেবিট কার্ড সেবা আড়াই দিনের বেশি বন্ধ থাকবে। এই সময়ে ব্যাংকটি তাদের প্রযুক্তিগত সেবার মানোন্নয়নের কাজ করবে। এ কারণে সাময়িকভাবে ব্যাংকটির গ্রাহকদের এটিএম ও ডেবিট কার্ড সেবা বন্ধ থাকবে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত ব্যাংকটির ডেবিট কার্ডে লেনদেন, পয়েন্ট অব সেলস বা পিওএস সেবা, এটিএম ও এসএমএস বা ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকটি জানিয়েছে, কারিগরি অপরিহার্য রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক এই অসুবিধায় পড়তে হচ্ছে গ্রাহকদের। এ জন্য ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করা হয়। উল্লিখিত বিষয়ে গ্রাহকদের আরও কোনো তথ্য জানার থাকলে ব্যাংকের কল সেন্টার ১৬২০১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড...