বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সমঝোতার কথা আমরা বার বার বলতে চাই। রাজনৈতিকভাবে আমরা যদি ঐকমত্যে পৌঁছাতে পারি, সেটা উৎকৃষ্ট উদাহরণ হবে। আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলে একটি সুন্দর সমাপ্তি হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ ২০২৫ এটাকে রাজনৈতিক ইতিহাসের দলিল বলতে চাই না। যেটা রাষ্ট্রীয় দলিল হিসেবে থাকবে। যার ভিত্তিতে আগামীর বাংলাদেশ সুশাসন, গণতন্ত্র ও একটা কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে। জবাবদিহিমূলক একটি সরকার হবে। এটিই আমাদের প্রত্যাশা। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে যদি সনদ প্রণীত হয়। তাহলে আমাদের বিশ্বব্যাপী ওয়েলকাম জানাবে। এটা বিশ্বে অনন্য নজির হয়ে থাকবে। আমরা সবাই একমত হতে চাই।...