১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর লুটকাণ্ডের ‘মূলহোতা’ হিসেবে চিহ্নিত জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (স্থগিত) সাহাব উদ্দিনকে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করেছে এসএমপি কতোয়ালী মডেল থানা পুলিশ।এসময় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আবেদন করা হয় ৫ দিনের রিমান্ড। সিলেট মহানগর পুলিশের পরিদর্শক (কোর্ট) মো. জামশেদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল শুনানি না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রিমান্ড শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানান তিনি। এদিকে, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কুমারপাড়া থেকে থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব-৯। খনি ও খনিজসম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন...