ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) খেলার মাঠের গেইটে তালা দেওয়ায় স্থানীয় কিশোর-তরুণ ও সাবেক শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে কলেজের ১ নম্বর গেইটের সামনে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের এই মাঠে খেলাধুলা করে আসছেন স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা। কিন্তু সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ মাঠে তালা দেওয়ায় তাদের খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে। এতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ শরীরচর্চা ও বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক প্রতিবাদকারী অবিলম্বে মাঠ সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান। তারা বলেন, খেলার মাঠ খেলাধুলার জন্য। কর্তৃপক্ষ খেলার পরিবেশ নষ্ট করতে পারে না। এ ছাড়া, বক্তারা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘বোমা হামলার হুমকির’ গুজব ছড়ানোর অভিযোগের বিষয়ে একটি...