বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদফতরের আরও পাঁচটি নতুন সেবা যুক্ত হয়েছে। এর ফলে বর্তমানে ওএসএসে মোট সেবার সংখ্যা দাঁড়াল ১৪২টি এবং অংশগ্রহণকারী সংস্থার সংখ্যা বেড়ে হলো ৪৭। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন সেবাগুলোর উদ্বোধন করা হয়। নতুন যুক্ত হওয়া সেবাগুলো হলো— ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল এবং আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদফতরের এসব সেবা আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। তিন মাসের মধ্যে এর অগ্রগতি পর্যালোচনা করা হবে।’ চৌধুরী আশিক মাহমুদ আরও জানান, বিডা...