ঢাকা: যুক্তরাষ্ট্রে কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টেসলা ও এক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক।সম্প্রতি এক শেয়ারহোল্ডার মাস্কের নিরাপত্তা ব্যয় বাড়ানোর আহ্বান জানালে, এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রতিক্রিয়া জানিয়ে মাস্ক বলেন, “নিরাপত্তা অবশ্যই জোরদার করতে হবে।”উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাস্কের নিরাপত্তা ব্যবস্থায় টেসলা খরচ করেছে ৩৩ লাখ ডলার, যা আগের বছরের ২৯ লাখ ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে, প্রযুক্তি খাতের অন্যান্য শীর্ষ নির্বাহীদের তুলনায় এই ব্যয় এখনও তুলনামূলকভাবে কম।চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর রাজনৈতিকভাবে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মাস্কের মন্তব্য সেই উদ্বেগকেই আরও জোরালো করেছে।শেয়ারহোল্ডারের উদ্বেগ‘টেসলাবুমারমামা’ নামে পরিচিত এক টেসলা বিনিয়োগকারী আলেক্সান্দ্রা মের্ৎস পরিচালনা পর্ষদের কাছে...