নেপালে বিক্ষোভ ও সহিংসতায় পর্যটন খাতে ২৫ বিলিয়ন রুপির ক্ষতি হয়েছে। কেবল হিলটন হোটেলেই ক্ষয়ক্ষতি ৮ বিলিয়ন রুপি। হোটেলে ভাঙচুর-আগুনের কারণে অনেক বুকিং বাতিল হয়ে গেছে। এতে মূল পর্যটন মৌসুম শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল দেশটির গুরুত্বপূর্ণ এই খাতটি। নেপালে মোট পর্যটকের এক-তৃতীয়াংশই আসেন এই মৌসুমে। তবে এর মাঝেও পর্যটকদের আস্থা ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর আশা নেপালিদের। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে ৮ সেপ্টেম্বর বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে ওঠে হিমালয়ের দেশ নেপাল। একদিন পরই তা রূপ নেয় সরকার পতনের তীব্র আন্দোলনে। প্রবল জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ওলি। অগ্নিসংযোগ, লুটপাট, সহিংসতা চলে বিভিন্ন জায়গায়। বাদ যায়নি পর্যটন কেন্দ্র এবং হোটেল-মোটেল। হিলটনসহ আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেলে আগুনের ভিডিও ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর টেলিভিশন ও সামাজিক...