সেবার নামে করদাতাদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অন্তবর্তী সরকারের নানা সংস্কার পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে বলেও জানান তিনি। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আগামী অর্থবছরেই করপোরেট ট্যাক্স অনলাইন করা হবে। এতে দুর্নীতিও কমবে। দেশে এক কোটির বেশি টিআইএন ধারী থাকলেও তার অর্ধেকের বেশি রিটার্ন জমা দেয় না। নানা রকম হয়রানি ও এনবিআরের মাঠ পর্যায়ে নজরদারির অভাবে কমছে কর-জিডিপি অনুপাত। এতে বাজেট বাস্তবায়নে বাড়ছে দেশি-বিদেশি ঋণের চাপ। এমন অবস্থায় অনলাইনে কর আদায় সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার চালু করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সহজে অনলাইনে আয়কর দেওয়া যাবে। এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা...