বিএনপি জুলাই সনদে সই করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে এজন্য জাতীয় ঐকমত্য কমিশনকে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সালাহউদ্দিন। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত। অঙ্গীকারনামা আছে একটি, সেটি নিয়ে কিছু পর্যবেক্ষণ আছে। সনদ স্বাক্ষর হলে তার বাস্তবায়নে আমরা আশাবাদী। বাস্তবায়ন নিয়ে আমরা প্রস্তাব দিয়েছি। তবে আমরা এমন কোনো পদ্ধতি চাই না, যার মাধ্যমে আইনের ক্ষমতার বাইরে এটি প্রতিষ্ঠিত হয়—তা আমরা চাই না।’ তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছি। প্রশ্নাতীতভাবে যেন সনদ বাস্তবায়ন করা যায়, তাই সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছি।ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন হতে হবে, সেটা বলে এসেছি।’...