‘আমার জীবনের সবচাইতে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা। কাউকে দোষারোপ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ’- সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এভাবেই নিজের আক্ষেপের কথা শোনান ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন এই ক্রিকেটার। ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে গাঁটছড়া বাধেন তিনি। তখন থেকেই এই বিয়ে নিয়ে একের পর এক বিপত্তির মুখে পড়েছেন। ২০১৮ সালে পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটলেও এখনো সেই মামলা লড়তে হচ্ছে তাকে। আর সামাজি মাধ্যমে সাবেক স্ত্রী হাসিনের নিত্য খোঁচাখুঁচি তো রয়েছেই। সবমিলিয়ে বিয়ে নিয়ে একপ্রকার অতিষ্ঠ শামি ‘আপ কি আদালত’ নামের এক টিভি অনুষ্ঠানে হাজির হয়ে উগড়ে দিয়েছেন মনের সব ক্ষোভ। বলেছেন, ‘জীবন আমাদের অনেক কিছু শেখায়। স্বীকার করতে কোন অসুবিধা নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল...