ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত এক লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ক্রিকেটীয় লড়াই সকল উত্তেজনাকে ছাপিয়ে যায়। দুই দেশের সীমানা ছাড়িয়ে ম্যাচের রোমাঞ্চটা ছড়িয়ে যায় বিশ্বের সকল ক্রিকেটপ্রেমিদের মাঝে। এশিয়া কাপ ২০২৫-এর মঞ্চে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রোমাঞ্চকর লড়াইটি অুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা)। উত্তাপ ছড়ানো এই ম্যাচের দিন দুবাইয়ের তাপমাত্রাও থাকবে উত্তপ্ত। সেখানে আজ বৃষ্টির কোনো শঙ্কা নেই। দিনের তাপমাত্রা বেশি থাকবে এবং খেলা শুরু হওয়ার পরও তাপমাত্রা খুব একটা কমবে না। আকুওয়েদার অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে...