১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম থাইল্যান্ড কে শাসন করবে, তা এখন আর জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয় না। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, দেশের সবচেয়ে ক্ষমতাশীল রাজবংশকে প্রাধান্য দিয়ে একজন নতুন নেতাকে দেশটির দায়িত্ব অর্পণ করা হয়েছে। থাইল্যান্ডের যুব-নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থী আন্দোলন কর্মী এবং প্রাক্তণ যোগাযোগ বিশেষজ্ঞ আইতার্নিক চিটভিসেট, একসময় তারুণ্যেও স্বপ্নে ভর করে সংস্কার আন্দোলন করেছিলেন, যা ২০২৩ সালে লাখ লাখ ভোটারকে নির্বাচনে নিয়ে এসেছিল। সেই উত্তেজনা তখন থেকেই নিভে গেছে। কারণ পরিশেষে, একই রক্ষণশীল ব্যক্তিত্বরা আবার থাইল্যান্ডের ক্ষমতায় ফিরে এসেছে। আইতার্নিক, যিনি এখন থাইল্যান্ড প্রাইড-এর আয়োজক কমিটিতে রয়েছেন, দিস উইক ইন এশিয়াকে বলেন, ‘আমি আমাদের রাজনীতিতে হতাশ এবং ক্লান্ত। বামপন্থীরা ভাঙন অনুভব করছে, প্রতিটি দল তাদের নিজস্ব অগ্রাধিকারের...