১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পিএম নাজমুল হোসেন শান্তর ব্যর্থতার পর পুরোনো সুরের পরশ কিছুটা দেখা গেল জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাব্বির রহমানের ব্যাটে। তার ব্যাটেই দল পেল লড়াইয়ের পুঁজি। কিন্তু দিনটি ছিল মাহফিজুল ইসলামের। অভিষেকে খেলা তার টর্নেডো ইনিংসে জয় দিয়ে এবারের জাতীয় লিগ টি-টোয়েন্টি শুরু করল ঢাকা মেট্রোপলিটান। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রোববার উদ্বোধনী দিনে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে মেট্রো। বৃষ্টির বাধায় ৫ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেটে ৬০ রান তোলে রাজশাহী। ৩ ছক্কা ও ১ চারে ১৫ বলে অপরাজিত ৩৩ রান করেন সাব্বির। জবাবে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মেট্রো। ১২ বলে ৪টি চার ও ১ ছক্কায় জয় নিয়ে ফেরেন মাহফিজুল। শেষ ওভারে মেট্রোর দরকার ছিল ১০ রানের।...