ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপে চেনা সেই উন্মাদনার ছবি অনেকটাই ফিকে। অপারেশন সিঁদুরের পর এই ম্যাচ ঘিরে দ্বিধাবিভক্ত সাবেক ক্রিকেটাররা। পেহেলগাম জঙ্গি হামলার মতো ঘটনার পরও কেন পাকিস্তানের সঙ্গে ভারত খেলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ ‘বয়কট’ করার কথাও বলছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের শুধু খেলা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এবার উত্তেজনার চাইতে অস্বস্তি বেশি। এই ম্যাচ ঘিরে নানা মতামত সূর্যকুমার যাদব, শুভমান গিলদের কানেও পৌঁছেছে। স্বাভাবিকভাবেই খানিকটা চাপে রয়েছেন তারা। মাঠের আবহ কেমন থাকবে, তা আগেভাগে আন্দাজ করা কঠিন। পেহেলগাম ঘটনার সময় পাকিস্তানের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করার পক্ষে কথা বলেছিলেন গম্ভীরও। তবে তিনিই ভারতীয় দলের কোচ হিসেবে এখন ‘নিরুপায়।’...