শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১ দিন বন্ধ থাকবে। এরমধ্যে ছুটির শুরুতে দুদিন সাপ্তাহিক ছুটি ও বাকি ৯ দিন সরকারি ছুটি থাকবে। সবমিলিয়ে টানা ১১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। আর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো বন্ধ থাকবে ১২ দিন। দুর্গাপূজার ১০ দিনের ছুটি ও দুদিনের সাপ্তাহিক বন্ধসহ টানা ছুটি থাকবে ১২ দিন। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র দুদিন ছুটি থাকবে। আজ মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মচারীরাও চার দিনের ছুটি পাচ্ছেন। শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। তার আগে ২৬ ও ২৭...